ফাইজারের ট্যাবলেট খাওয়ার অনুমতি দিল ইইউ
ইউরোপের বিভিন্ন দেশে কোনোভাবেই কমছে না করোনার দাপট। জার্মানিতে একদিনে রেকর্ড দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সেও আক্রান্ত হয়েছেন সোয়া চার লাখ মানুষ। এ অবস্থায় করোনা রুখতে প্রথমবার ফাইজারের মুখে খাওয়ার ট্যাবলেট প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ফাইজারের প্যাক্সলোভিড ব্যবহারে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে ৯০ ভাগ কার্যকর বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। এরমধ্যেই ইতালি, জার্মানি ও বেলজিয়াম প্যাক্সলোভিড সরবরাহ শুরু করেছে। এর আগে, গেল বছরের শেষদিকে মুখে খাওয়ার ট্যাবলেট ফাইজারের প্যাক্সলোভিড ও মের্কের মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে সংক্রমণ। দুই বছরের সব রেকর্ড ভেঙে জার্মানিতে বৃহস্পতিবার দুই লাখের বেশি মানুষের দেহে কোভিড উনিশ শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ওমিক্রনের টিকার ট্রায়ালে ফাইজার-মডার্না, অপেক্ষায় অ্যাস্ট্রেজেনেকা
ফ্রান্সেও রোগী শনাক্তের ক্ষেত্রে প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে। সবশেষ একদিনে শনাক্ত চার লাখ ২৮ হাজার। তারপরও দেশটিতে বিধিনিষেধবিরোধী বিক্ষোভে করছেন মানুষ। এ অবস্থায় টিকা নেয়াসহ বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ কোরিয়াতেও রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি।
এর মধ্যেই ভারতে শতভাগ করোনা টিকা নিশ্চিত করতে এবার মোদি সরকার দেশটির সব হাসপাতাল ও ক্লিনিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা বিক্রির অনুমতি দিয়েছে। তবে অনুমতি দিলেও কবে নাগাদ বাজারে আসবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
Tag: English News Featured world
No comments: