মেহেরপুর জেলা সমাজ কল্যাণ কমিটির চেক বিতরণ
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক জেলা সমাজ কল্যাণ কমিটির অনুকূলে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য্য প্রমূখ। পরে ১২ জনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Tag: others Zilla News
No comments: