ক্যামেরুনে স্টেডিয়ামে প্রবেশকালে হুড়োহুড়িতে নিহত ৬
ক্যামেরুনের পল বিয়া স্টেডিয়ামে আফ্রিকা কাপের ম্যাচে দর্শকদের সারি।
ক্যামেরুনের পল বিয়া স্ট্রেডিয়ামে আফ্রিকা কাপ অব ন্যাশনসের একটি ম্যাচ দেখতে ঢোকার সময় দর্শনার্থীদের হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় অনেকেই আহত হন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যামেরুনের রাজধানী ইয়াওনডের পার্শ্ববর্তী এলাকার পল বিয়া স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকেরা হুড়োহুড়ি করছেন।
কোভিড-১৯ নির্দেশনার কারণে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ৮০ শতাংশ আসনে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৫০ হাজারের মতো দর্শক হওয়ার কথা।
বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশে তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের চাপে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বেশি মৃত্যুর সংখ্যা বলছেন। যদিও তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্টেডিয়ামের ফটকে বহু মানুষের জুতা পড়ে আছে।
দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা এ ঘটনা তদন্ত করছেন।
হতাহতের ঘটনার পরও আফ্রিকা কাপের শেষ ষোলোর ম্যাচটি সম্পন্ন হয়। এতে পূর্ব আফ্রিকার দেশ কমোরসের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় স্বাগতিক ক্যামেরুন।
Tag: English News games world
No comments: