ইউক্রেন-রাশিয়ায় বাজছে যুদ্ধের দামামা!
ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসন রুখতে এবার পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়িয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
সোমবার (২৪ জানুয়ারি) রয়টার্স প্রতিবেদনে জানায়, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়াকে মোকাবিলায় ন্যাটো পূর্ব ইউরোপে আকাশ, সমুদ্র ও স্থলপথে জন্য ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। তিনি সামরিক সহযোগিতা করা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মূলত ইউক্রেন সীমান্তে রাশিয়া ১ লাখ সৈন্য মোতায়েনের পরই ন্যাটো এ সিদ্ধান্ত নিল। পশ্চিমাদের দাবি, মস্কো ও ন্যাটোর মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, ইউক্রেন সরকারের সঙ্গে তারা পরামর্শ করেছে এবং বিষয়টি নিয়ে অন্যান্য মিত্র দেশের দূতাবাসও সহযোগিতা করেছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য মজুত করায় পশ্চিমা শক্তির সঙ্গে এখন এক উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে।
এদিকে কিয়েভে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে জানানো হয়েছে, যেকোনো সময় রাশিয়া সামরিক হামলা চালাতে পারে এবং তেমন পরিস্থিতিতে আমেরিকান নাগরিকদের উদ্ধার করার প্রক্রিয়া নিয়ে ভাবা শুরু করা দরকার।
আরও পড়ুন: রাফালেকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ংকর যুদ্ধবিমান
এর আগে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে নিরাপত্তা আলোচনাকে ‘অসফল’ বলে জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া আরও বলেছে কিছু মৌলিক বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে। মস্কো বলেছে, ইউক্রেন আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই।
রাশিয়ান কর্মকর্তারা জোর দিয়েছেন, তারা তাদের ভূখণ্ডে বাহিনী মোতায়েন করতে পারে সেই সঙ্গে এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ন্যাটোকে দায়ী করেছেন তারা।
Tag: English News Featured world
No comments: