Priyanka Sarkar: ভাঙা পায়ে বসবে প্লেট, অস্ত্রোপচার প্রিয়াঙ্কার
শ্যুটিং চলাকালীন মত্ত বাইকচালকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। দুর্ঘটনায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। শনিবারই ৩টে নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, বাইকের ধাক্কায় তাঁর পায়ের টিবিয়ায় চোট লেগেছে। অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট বসানো হবে।
প্রিয়াঙ্কার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হবে। কাস্ট বা স্প্লিন্টের মাধ্যমে যে চোট সারিয়ে তোলা যায় না, সেই সব চোটের ক্ষেত্রে এই পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। এর মাধ্যমে যে প্লেটটি প্রিয়াঙ্কার পায়ে বসানো হবে, সেট তাঁর ভাঙা হাড়টি জুড়তে সাহায্য করবে। পরবর্তীতে প্রিয়াঙ্কার হাড় জুড়ে গেলেও প্লেটটি সরানো হবে না
Tag: Entertainment
No comments: