Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » Deepika Padukone: দীপিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মামলা দায়ের মুম্বই কোর্টে




এইট্টি থ্রি মুক্তির আগেই আইনি জটিলতায় নির্মাতারা নিজস্ব প্রতিবেদন: মুক্তির অপেক্ষায় রণবীর সিং(Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোণের(Deepika Padukone) ছবি 'এইট্টি থ্রি'(83)। কিন্তু রিলিজের আগেই আইনি জটিলতায় ছবির নির্মাতারা। মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্টে এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুবাইয়ের এক কোম্পানি। তাঁদের বিরুদ্ধে ষড়ষন্ত্র ও প্রতারণার অভিযোগ করেছে ঐ কোম্পানি। এই ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোণ, তাই তাঁর নামেও দায়ের হয়েছে মামলা। ভারতীয় দন্ডবিধি ৪০৫,৪০৬,৪১৫,৪১৮,৪২০ এবং ১২০বি ধারাায় দায়ের হয়েছে মামলা। দীপিকার পাশাপাশি প্রতারণার মামলা দায়ের হয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা(Sajid Nadiadwala), কবীর খান (Kabir Khan) ও ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধেও। FZE নামক কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এইট্টি থ্রি ছবিতে টাকা বিনিয়োগ করার কথা ছিল তাদের। কথাবার্তা চলাকালীনই ঐ কোম্পানিকে কথা দেন নির্মাতারা যে এই ছবিতে বিনিয়োগ করলে তার পরিবর্তে লাভবান হবে তারা। নির্মাতাদের কথাতেই মোট ১৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল ঐ কোম্পানি। কিন্তু নির্মাতারা ঐ কোম্পানিকে ছবির প্রযোজকের তালিকা থেকে বাদ দিয়েছেন। এমনকি তাদের না জানিয়েই এইট্টি থ্রিয়ের প্রমোশনে ব্যবহার করা হয়েছে সেই টাকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply