Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিয়ে সারলেন ভিকি-ক্যাটরিনা, হাঁফ ছেড়ে বাঁচলেন অনুষ্কা… কেন জানেন?




ফিসফাস চলছিল অনেকদিন ধরেই। ২০২১ সালের সবচেয়ে নজরকাড়া বিয়ে নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। অবশেষে চার হাত এক হল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। বিয়ের ছবি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া ভাসল শুভেচ্ছাবার্তায়। ইনস্টাগ্রামে ভিক্যাটকে শুভেচ্ছা জানালেন তারকা থেকে অনুরাগী সবাই। তবে ক্যাটরিনার বিয়ে মেটায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। শুভেচ্ছাবার্তাতেও জানালেন সে কথাই। অবশেষে সব জল্পনার অবসান। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সোশ্যাল মিডিয়ার পাতায় প্রকাশিত ছবি ঘোষণা করল, দম্পতি হিসেবে পথ চলা শুরু করলেন তাঁরা। সেই ছবি ভেসে গেল শুভেচ্ছাবার্তায়। দীপিকা পাডুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে করিনা কপূর, হৃতিক রোশন থেকে মনীশ মলহোত্র, কে নেই সেই তালিকায়। কিন্তু এত তারকাদের ভিড়েও আলাদাভাবে নজর কাড়ল আরেক বলিউড নায়িকা অনুষ্কা শর্মার মন্তব্য। কোনও রাখঢাক না করেই স্পষ্ট কথায় বুঝিয়ে দিলেন নায়িকা, ভিকি-ক্যাটরিনার বিয়ে মেটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি। আরও শুনুন: ভিকি-ক্যাট আর ঐন্দ্রিলা-সব্যসাচী – কেন এঁদের নিয়ে মশগুল Cineপিসি? বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। দিন কয়েক ধরেই চর্চার চূড়ায় ছিল এই বিগ ফ্যাট ওয়েডিং। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু- সব কিছু নিয়েই মেতে ছিল নেটদুনিয়া। রাজস্থানের সিক্স সেন্সেস রিসর্টে অতন্দ্র প্রহরায় বসেছিল দুই বলিউড তারকার বিয়ের আসর। মাছি গলবার জো পর্যন্ত ছিল না। ফলে নেটিজেনদের জল্পনা-কল্পনার রসদ ছিল আরও বেশি। বিয়ে মিটল বটে। তবে নেটবিশ্ব জুড়ে কানাকানি কিন্তু এখনও শেষ হয়নি। রিসেপশনে কেমন সাজবেন জুটি? কোথায়ই বা যাবেন মধুচন্দ্রিমায়? জল্পনা এখনও চলছে। আর এর মধ্যেই জল্পনার রসদ উসকে দিলেন অনুষ্কা শর্মা। যা নিয়ে আরেক প্রস্থ কানাকানি চলল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কী এমন বললেন নায়িকা? আরও শুনুন: বলিপাড়া সরগরম জনাকয় কন্যের কীর্তিতে, হাঁড়ির খবর নিয়ে হাজির Cineপিসি ইনস্টাগ্রামে ক্যাটরিনার পোস্ট করা ছবির নিচে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা লেখেন, “যাক বাবা, বিয়ে শেষমেশ মিটল। এবার নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িতে ফিরবে। আর দিনরাত ঠোকাঠুকির শব্দ থেকে রেহাই পাব আমরা।” কেন এমন বললেন নায়িকা, সেই রহস্যেরও জট খুলল অচিরেই। শোনা গিয়েছে, জুহুতে যে অভিজাত আবাসনে বসবাস অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির, সেই আবাসনেরই ন-তলাটি ভাড়া নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। সেখানেই আপাতত সংসার পাততে চলেছেন বলিউডের সদ্যবিবাহিত এই দম্পতি। এতদিন ধরে সেই আবাসন় সাজানোর কাজ চলেছে। আপাতত গৃহসজ্জা শেষের পথেই। শোনা যাচ্ছে, খুব শিগগিরই ওই আবাসনে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে চলেছেন ভিক্যাট। তার পরেই সেখানে পাকাপাকি ভাবে থাকতে শুরু করবেন নবদম্পতি। সুতরাং খুব শিগগিরই প্রতিবেশী হতে চলেছেন দুই তারকা জুটি। বি-টাউনের সহকর্মীকে তাই খুনসুটি করেই আবাসনে স্বাগত জানালেন অনুষ্কা শর্মা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply