অলিম্পিক বর্জন: ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে চড়া মূল্য চোকানোর হুমকি বেইজিংয়ের
যুক্তরাষ্ট্রের আহ্বানে জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে কূটনৈতিক উপস্থিতি বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তবে দেশ দুটি জানিয়েছে, বেইজিং অলিম্পিকে তাদের অ্যাথলেটরা অংশ নেবে। তাদের এমন সিদ্ধান্তে ভীষণ চটেছে চীন। তারা হুশিয়ারি দিয়েছে, এজন্য চড়া মূল্য দিতে হবে তাদের। খবর বিবিসির।
এর আগে গতকাল বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যুক্তরাজ্যের কোনো কূটনীতিক অংশ নেবেন না আসন্ন অলিম্পিকে। একই পদক্ষেপ ঘোষণা করেছে কানাডাও। জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এদিকে চীন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে রাজনৈতিক প্রহসন উল্লেখ করে মন্তব্য করেছে, খেলাধুলাকে রাজনীতিকরণের মাধ্যমে বিভেদ উসকে দিতে চায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা কানাডা ও যুক্তরাজ্যের
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া অলিম্পিক প্লাটফর্মকে রাজনৈতিক স্ট্যান্টবাজি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। তাদের সিদ্ধান্তকে ‘মারাত্মক ভুল’ আখ্যা দিয়ে ওয়েনবিন বলেন, এজন্য চড়া মূল্য দিতে হবে তাদেরকে।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে জিনজিয়াংয়ে উইঘুরসহ অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর ওপর চীন সরকারের নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদেশগুলোর। তবে, বেইজিং এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
Tag: English News Featured world
No comments: