চূড়ান্ত হয়ে গেল তালিকা, দেখা যাক আইপিএল নিলামের আগে কে কোন দলে থেকে গেলেন
এ বার আইপিএল-এ বড় নিলাম। দু’টি নতুন দলও যুক্ত হয়েছে। ফলে দল তৈরি করার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম এসেছে। পুরনো আট ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক চার জন করে ক্রিকেটারকে রেখে দিতে পারত। কারা কাকে রাখল, সেই তালিকা চূড়ান্ত হল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রেখে দিল বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওেল ও মহম্মদ সিরাজকে। কোহলীকে ১৫ কোটি, ম্যাক্সওয়েলকে ১১ কোটি ও সিরাজকে ৭ কোটি টাকায় রাখল আরসিবি। চার জনকে রাখা যেত। কিন্তু আরসিবি তিন জনকে রেখেছে। নিলামে তাদের হাতে থাকছে ৫৭ কোটি টাকা।
তবে কোহলী এ বার আর অধিনায়কত্ব করবেন না। তিনি গত আইপিএল-এই জানিয়ে দিয়েছিলেন, আর অধিনায়কত্ব করবেন না। কোহলী বলেন, ‘‘আরও তিনটে বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারব। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমার বিশ্বাস, এবার আমরা সেরা ফল করব। আশা করব, আমরা সবাইকে গর্বিত করতে পারব। আমি এ বার অন্য ভূমিকায় থাকব। আগের মতোই নিজের মন-প্রাণ উজাড় করে দেব।’’
Tag: English News games world
No comments: