Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কাঁচা বাদাম ভুবন এখন নির্বাচনে!




ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই বেজে উঠছে ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি। সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গানের ভিডিও। যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। বীরভূমের সেই বাদামওয়ালা ভুবন বাদ্যকর। এক বাদাম গানের জন্য কে না চেনে তাকে। ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা। নতুন খবর হলো ভাইরাল ভুবন বাদ্যকর এবার পুরভোটের প্রচারেও পা মিলিয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তার হয়েই এদিন ভোট ময়দানে নামতে দেখা গেল ভুবন বাদ্যকরকে। এক প্রতিবেদনের এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বিক্রি করেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’ ভুবন বাদ্যকর বলেন, ‘কলকাতায় এসে তার ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল বাদাম গান গেয়েও দিলেন তিনি।’ একই সঙ্গে তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন।’ আর তা নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম..।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply