Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কেবল সূর্যগ্রহণ-জাওয়াদই নয়, ডিসেম্বরে অপেক্ষায় ধূমকেতু-উল্কাবৃষ্টিও; জানুন দিনক্ষণ




গোটাটাই দেখা যাবে খালি চোখে নিজস্ব প্রতিবেদন: ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse) হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad Cyclone) আছড়ে পড়ার কথা থাকলেও, শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এর জন্য রবিবার ও সোমবার পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত হবে। বছরের শেষটা যেন প্রাকৃতিক দুর্যোগে ভর্তি। কোথায় বড়দিন এবং নতুন বছরের আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব তা নয়, চিন্তা বাড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সম্ভবত এখানেই শেষ নয় গোটা ডিসেম্বর মাস ধরে অপেক্ষা করছে আরও বেশ কয়েকটি প্রাকৃতিক কাণ্ড। যা খালি চোখেও আমরা দেখতে পারব। ৪ ডিসেম্বর শুক্ল পক্ষের অমাবস্যা তিথিতে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse) হয়ে গিয়েছে। মূলত দক্ষিণ গোলার্ধে এই গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে দৃশ্যমান হয়। চলতি সপ্তাহে দেশের অন্ধ্র, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad Cyclone) আছড়ে পড়ার কথা ছিল। কিস্তু ক্রমশ শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। অবশেষে রবিবার রাতে নিম্নচাপ হিসেবে সেটার প্রবেশ ঘটবে। এখানেই শেষ নয়, তালিকা বেশ লম্বা... নাসা সূত্রে খবর, ১২ ডিসেম্বর রাতের আকাশে দেখা মিলবে ধূমকেতু লিওনার্ড (comet Leonard)। খালি চোখেও নাকি এটা দেখা যাবে। এছাড়া ১৩-১৪ ডিসেম্বর উল্কা বৃষ্টিরও (GEMINID METEORS SHOWERS) নাকি সম্ভাবনা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply