বিজয় দিবসে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা এখন কাজ করছেন। কিছুদিন পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে মহান বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গঠিত নিরাপত্তাবিষয়ক উপকমিটির এক সভা বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag: English News lid news national
No comments: