খাশোগি হত্যা: সৌদি নাগরিককে গ্রেপ্তারের পর ছেড়ে দিল ফ্রান্স
নিজেদের ভুল স্বীকার করে, সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সৌদি নাগরিককে মুক্তি দিয়েছে ফরাসি পুলিশ।
প্যারিসে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই তার পরিচয় শনাক্তে ভুল হওয়ার কথা জানিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত খালেদ আয়েধ আল–ওতাইবি নামের ৩৩ বছর বয়সী একজনকে প্যারিস বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ জানায়, খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক ঘোষিত ২৬ জন অভিযুক্তের মধ্যে খালেদ অন্যতম। সাবেক সৌদি রয়াল সেনাবাহিনীর এই সদস্য নিজ নামেই ভ্রমণ করছিলেন। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই খালেদকে মুক্তি দিয়েছে ফ্রান্স প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় শনাক্তে ভুল করেছিল বিমানবন্দরের নিরাপত্তাবাহিনী। ফ্রান্সের রাষ্ট্রপক্ষের আইনজীবী এক বিবৃতিতে জানান, তার সঠিক পরিচয় যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার খালেদের গ্রেপ্তারের পর ফ্রান্সের সৌদি দূতাবাস এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির খাশোগি হত্যার ঘটনায় কোন সংশ্লিষ্টতা নেই।
জামাল খাশোগি ছিলেন রিয়াদ সরকারের অন্যতম সমালোচক। সৌদি কনস্যুলেটে তার হত্যার ঘটনায় সৌদি আরবের প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভাবমূর্তি নষ্ট হয়। তবে খাশোগি হত্যায় সৌদির কোনো ভূমিকা ছিল না বলে দাবি করে দেশটির সরকার।
Tag: English News world
No comments: