Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্থিনি নিহত




ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্থিনি নিহত ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার (১০ ডিসেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্থিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। উত্তরের গ্রাম বেইতায় ফিলিস্থিনি নাগরিকদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের চলমান সংঘর্ষের এক পর্যায়ে ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। পরে নাবলুসে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে জানায় ফিলিস্থিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে ইসরায়েলি সেনাদের ভাষ্য, তারা ফিলিস্থিনি নিহতের ঘটনাটি সম্পর্কে 'অবহিত' রয়েছেন। তাদের দাবি, নাবলুসের দক্ষিণে গিভাত এভিয়েতার কাছে একটি ‘সহিংস দাঙ্গার’ সৃষ্টি হয়েছিল। এই দাঙ্গায় শত শত ফিলিস্তিনিরা টায়ার পোড়ায় এবং পাথর ছোঁড়ে। তাদের ছত্রভঙ্গ করতে একসময় জবাব দেয় সেনারা। -বার্তা সংস্থা এএফপি এদিকে গাজা উপত্যকা দখলের চূড়ান্ত ধাপ পার করেছে ইসরায়েল। উপত্যকাটির সীমান্তে ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে লোহার প্রাচীর তৈরি করেছে দেশটি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ জানান, দেয়াল দেওয়ায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা থেকে দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ আরও বলেন, হামাসকে দক্ষিণাঞ্চলের ইসরায়েলিদের থেকে দূরে রাখবে এ দেয়াল। এর মাধ্যমে গোষ্ঠিটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

২০০২ সালে ইসরায়েল আরও একটি দেয়াল নির্মাণ করে অধিকৃত পশ্চিম তীরে। তেল আবিবের দাবি, নিরাপত্তার স্বার্থেই দেয়াল নির্মাণ করেছে তারা। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এ ধরনের দেয়াল নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনিদের জমি দখল করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply