এজাজ প্যাটেলের হাতে ভারতীয় দলের সই করা জার্সি
ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ভারত পেয়েছে টেস্টে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। নিউজিল্যান্ড হেরেছে সবচেয়ে বড় রানের ব্যবধানে।
সিরিজ হারের ওই টেস্টেও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল-এর আছে বড় অর্জন। টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
সেজন্য তাঁকে ভারতীয় দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে স্মারক উপহার। ভারতীয় ক্রিকেটারদের স্বাক্ষর করা জার্সি দেওয়া হয়েছে তাঁকে। মুম্বাই টেস্টে ম্যাচ সেরা হওয়া রবিশচন্দন অশ্বিন এজাজ-এর হাতে তুলে দিয়েছেন ওই জার্সি।
জার্সিতে সবার ওপরে অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে’র নাম লেখা হয়েছে। এরপর একে একে লেখা হয়েছে দলের অন্য সদস্যদের নাম। নামের ওপর তাঁরা নিজ নিজ স্বাক্ষর দিয়েছেন। কিউইরা ম্যাচ হারলেও এজাজ-এর কীর্তি যে ছোট নয় সেটাই বুঝিয়েছে ভারত।
Tag: English News games world
No comments: