প্রথম-নবম শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তিতে অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের সময় দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সময়সীমা ১০ ডিসেম্বর রাত ১২টা এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হল।
উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Tag: English News politics
No comments: