নাইজারে সন্ত্রাসী হামলায় ১২ সেনা নিহত
নাইজারের পশ্চিমাঞ্চলে এক লড়াইয়ে কমপক্ষে ১২ সৈন্য ও কয়েক ডজন সন্ত্রাসীর প্রাণহানি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফান্টিও থেকে পাঁচ কিলোমিটার দূরে কয়েক’শ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষকালে আরো আট সৈন্য আহত হয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, হামলাকারীদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটরবাইক ধ্বংস ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সৈন্যরা আত্মরক্ষার্থে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করে। কাছাকাছি অবস্থান থেকে শক্তিবৃদ্ধি ও বিমান সহায়তায় অবশেষে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়।
Tag: English News world
No comments: