আরেকটি কীর্তি গড়লেন এজাজ
নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। ছবি : সংগৃহীত
ভারতের মাটিতে সফরকারী বোলার হিসেবে নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।
চলমান মুম্বাই টেস্টে ৭৩.৫ ওভারে ২২৫ রান ১৪ উইকেট শিকার করেন প্যাটেল। ভারতের মাটিতে এক ম্যাচে কোনো সফরকারী বোলারের এটিই সেরা বোলিং ফিগার।
এতদিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাইতেই ৪৮.৫ ওভারে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। ৪১ বছর পর বোথামের রাজত্ব দখলে নিলেন প্যাটেল।
এই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৭.৫ ওভার বল করে ১১৯ রানে ১০ উইকেট নেন প্যাটেল। এতে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার ইতিহাস গড়েন প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ১০৬ রানে ৪ উইকেট নেন প্যাটেল। এতে ম্যাচে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ২২৫ রানে ১৪ উইকেট
No comments: