পর্তুগালে করোনা ভ্যাকসিনের আওতায় আসছে শিশুরা
১৮ ডিসেম্বর থেকে পাঁচ থেকে এগারো বছরের শিশুদের ভ্যাকসিনের আওতায় আনছে পর্তুগাল। এছাড়া, করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করার দিকেই সমর্থন অধিকাংশ পর্তুগিজদের। সম্প্রতি এক গবেষণায় এ তথ্যই উঠে এসেছে। করোনা মোকাবিলায় সরকারের বর্তমান পদক্ষেপে সন্তোষ নাগরিকদের।
নানা বিধিনিষেধের পরও প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে পর্তুগালে। এরমধ্যেই দেশটির সবচেয়ে বড় ভ্যাকসিন সেন্টারে চলছে ভ্যাকসিনের আওতায় না আসা ১৩ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের বুষ্টার ডোজ দেয়ার কার্যক্রম।
পহেলা ডিসেম্বর থেকে দেশটির সবচেয়ে বড় ভ্যাকসিন সেন্টার উদ্বোধনের পর বেশ জোরেসোরেই চলছে ভ্যাকসিন কার্যক্রম। ভ্যাকসিনের আওতায় আসছে শিশুরাও।
লিসবনের নতুন ভ্যাকসিন সেন্টারে একদিনে ভ্যাকসিন নিতে পারছেন ৬ থেকে ৯ হাজার নাগরিক। সামনে শিশুদেরও দ্রুত ভ্যাকসিনের ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখবে বলে আশা নাগরিকদের। এছাড়া প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে বর্তমান পদক্ষেপে খুশি নাগরিকরা।
আরও পড়ুনঃ জার্মানিতে-করোনায়-সংক্রমণ-মৃত্যুতে-ভাঙ্গছে-একের-পর-এক-রেকর্ড
৫ বছরের বেশি বয়সী শিশুদের ভ্যাকসিনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্তুগালের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা শিশুদেরও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ১৮ ডিসেম্বর থেকেই সে কার্যক্রম শুরু হবে। আমরা চাই শতভাগ নাগরিক ভ্যাকসিনের আওতায় আসুক।
১০ ডিসেম্বর পর্যন্ত করোনা নিগেটিভ সার্টিফিকেট ছাড়া আকাশপথে পর্তুগাল প্রবেশ করায় ২১ টি এয়ারলাইনসের ৫৯১ জন যাত্রীকে জরিমানা করেছে কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এমন কড়াকড়ি অব্যাহত রাখার হুশিয়ারি সংশ্লিষ্টদের।
Tag: English News lid news world
No comments: