Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জার্মানিতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বোমা বিস্ফোরণে আহত ৪




দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বোমা বিস্ফোরণে আহত ৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান থেকে ফেলা একটি বোমা বিস্ফোরিত হয়ে চার ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) মিউনিখের প্রধান রেলস্টেশনের কাছে একটি সেতুতে বোমাটি বিস্ফোরিত হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মিউনিখের ফায়ার ব্রিগেড বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জার্মানিতে প্রতি বছর দুই হাজার টনের বেশি তাজা বোমা ও গোলাবারুদ্ধ উদ্ধার করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সত্তর বছর পরেও দেশটিতে নিয়মিত গোলাবারুদ ও বোমা পাওয়ার ঘটনা ঘটছে। ওই সময় ব্রিটিশ ও মার্কিন বিমান থেকে ১৫ লাখ টনেরও বেশি বোমা ফেলা হয়েছিল। এতে ছয় লাখ মানুষ নিহত হয়েছিলেন। আরও পড়ুন: ওমিক্রন: জার্মানিতে শঙ্কিত প্রবাসীরা কর্মকর্তারা বলছেন, ১৫ শতাংশ বোমা বিস্ফোরিত হয়নি। এগুলোর কোনো কোনোটি মাটির ছয় মিটার গভীরে চাপা পড়েছে। মঙ্গলবার একটি টানেল নির্মাণে খনন কাজ করার সময় বোমাটি ফেটে যায়। এলাকাটি এখন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। পুলিশ বলছে, ওই এলাকার বাইরে কোনো ঝুঁকি নেই। সেখানে বিস্ফোরণ বিশেষজ্ঞদের ডেকে আনা হয়েছে। তারা ঘটনাস্থলটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। বিস্ফোরণে কারণে স্টেশনের ট্রেন আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে। জার্মানিতে অবকাঠামো নির্মাণ কাজের সময় নিয়মিতই দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন বোমা পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের দিয়ে এসব বোমা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। তবে অতীতে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনাও ছিল অহরহ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply