ইরাকের বসরায় বিস্ফোরণ: নিহত ৪
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চারজন। তাৎক্ষনিকভাবে এখনো কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ইরাকের বসরায় বিস্ফোরণ: নিহত ৪
স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইরাকের তেল সমৃদ্ধ শহর বসরার কাছে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে আকাশে কালো ধোঁয়ার সৃষ্টি হয়।
ইরাকি নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলের সঙ্গে বোমা বাঁধা ছিল কিনা এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি তারা। তবে এটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: প্যান্ডোরা পেপার্সে উঠে আসা ৮ বাংলাদেশি যারা
বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছাকাছি দুইটি গাড়িও পুড়ে যায়। এরইমধ্যে ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে দেশটির গোয়েন্দা দল।
সাম্প্রতিক সময়গুলোতে বসরার এ ঘটনাটি বিরল। ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী আইএস হটানোর পর এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো।
গেল ১০ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনের পর ইরাকে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
Tag: English News Featured world
No comments: