নিউজিল্যান্ড সফর ২০২১ নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, রয়েছেন সাকিব
আগামী ১ জানুয়ারি বে-ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভালে ৯ জানুয়ারি থেকে। এই দুই ম্যাচের জন্য শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। এই সফরে না যাবার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে ঘোষিত দলে রয়েছেন সাকিব।
upay
পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দল থেকে বাদ দেয়া হয়েছে নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসানকে। সাইফ যদিও ভুগছন জ্বরে। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
চলতি পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সায়েদ খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।
Tag: English News games
No comments: