আমরা সংবিধান অনুযায়ীই দায়িত্ব পালন করে থাকি: র্যাব ডিজি
‘বাংলাদেশের সংবিধান, আইন ও বিধি অনুযায়ীই আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি এবং সুন্দরবন দস্যুমুক্ত করেছি, সাগরও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দস্যুতা করে কেউ পার পাবে না। দস্যুতা নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে র্যাব।’
রোববার দুপুরে বরগুনার পাথরঘাটায় জেলেদের সঙ্গে মত বিনিময়কালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই সুন্দরবন দস্যুমুক্ত রাখতে র্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং অত্মসমর্পনকারীদের আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেছি।
এসময় র্যাবের বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী কাজ করে থাকি। আমরা যখন কোন কাজ করি, তখন জুডিশিয়ার সিস্টেমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। থানার পুলিশ এটার তদন্ত করে থাকে। আমরা কিন্তু তদন্ত করি না। এরপর যদি মামলা করার প্রয়োজন হয় তাহলে তারা মামলা করে থাকে। এরপর এটা তদন্ত হয়। এরপর এটা জুডিশিয়ার প্রসেসে যাচাই বাছাই হয়। এরপর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যে সিদ্ধান্ত দেন সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া আমাদের স্বাধীন মিডিয়া রয়েছে, সুশীল সমাজ রয়েছেন। এখানে কোন মানবাধিকার লঙ্ঘন করা হয় না।
র্যাব প্রধান আরও বলেন, যে সকল জলদস্যু আত্মসমর্পন করেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। যে যেভাবে সহযোগীতা চেয়েছে, তাদেরকে সেইভাবে সহযোগীতা করেছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা চাই ডাকাতি ছেড়ে জলদস্যুরা সমাজে সুস্থ ও সুন্দর জীবন নির্বাহ করুক।
এর আগে বরগুনার পাথরঘাটায় উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা বিধানে আয়োজিত এই মতবিনিময় সভায় অংশ নিতে বেলা পৌনে ১টায় বরগুনার পাথরঘাটা স্টেডিয়াম মাঠে অবতরণ করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর পাথরঘাটা লঞ্চঘাটে জেলেপল্লীতে জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলে, মৎস্যজীবী ও স্থানীয় সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল কে এম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সম্প্রতি হামলায় নিহত এক জেলের পরিবারকে ১ লাখ টাকা ও জলদস্যুদের হাত থেকে ফিরে আসা ৯ জেলেকে ১০ হাজার করে টাকা প্রদান করেন র্যাব মহাপরিচালক।
Tag: English News lid news politics
No comments: