প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যকে কীভাবে দেখছে আ.লীগ
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফাঁস হওয়া অডিওগুলো সত্যি হলে, বানানো না হলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সোমবার (৬ ডিসেম্বর) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এ কথা বলেন তিনি।
upay
জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান যে মন্তব্য করেছেন, দল হিসেবে আওয়ামী লীগ বা আপনারা দলের নেতা হিসেবে তার এই বক্তব্যকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, 'আমি পুরোপুরি তার বক্তব্য শুনিনি। তবে যতটুকু শুনেছি, তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই অগ্রহণযোগ্য, এই ধরনের বক্তব্য কোনোভাবেই কাঙ্খিত নয়। এটা নিয়ে এখনো দলীয় ফোরামে আলোচনা হয়নি। বিষয়টি আমরা দলের শীর্ষ পর্যায়ে অবহিত করবো। যে অডিওগুলো এসেছে এগুলো যদি সত্যি হয়, বানানো না হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করবে।'
Tag: English News politics
No comments: