যে কারণে কমেছে রেমিট্যান্স প্রবাহ
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বা প্রবাসী বন্ডের মুনাফার হার কমিয়ে দেওয়া ও বন্ড কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কারণে রেমিট্যান্সপ্রবাহ কমে গেছে। এমনটাই মত কাতার প্রবাসী বাংলাদেশিদের। এ অবস্থায় হতাশা প্রকাশ করেছেন তারা।
যে কারণে কমেছে রেমিট্যান্স প্রবাহ
প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট অবদান রাখছে। প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ১৯৯০ সালে চালু করে বাংলাদেশ সরকার।
তবে কিছুদিন আগে প্রবাসী বন্ডের বিনিয়োগের মুনাফার হার কমিয়ে দেওয়ার পাশাপাশি এক কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া বন্ড কেনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা
সরকারের এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসীরা। তারা জানান, বেশির ভাগ প্রবাসীর কাছে বাংলাদেশের এনআইডি কার্ড নেই।
বন্ডের ওপর বাংলাদেশ সরকার মুনাফার হার কমিয়ে দেওয়ার কারণে কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে রেমিট্যান্সপ্রবাহ কমছে বলে জানান সংশ্লিষ্টরা।
গত ১৮ মাসের মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে কম রেমিট্যান্স যাওয়ায় কিছুটা চিন্তিত প্রবাসীরা।
Tag: English News world
No comments: