Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নীল কাঁকড়া বিছার বিষের দাম ৭৫ কোটি টাকা!




নীল রঙের কাঁকড়া বিছাটি খুব আকর্ষণীয়। কিন্তু দেখতে যতটা ভালই হোক, প্রকৃতপক্ষে এটি ভয়ংকর বিষাক্ত। আর যেমন বিষাক্ত, তেমনই মূল্যবান এর বিষ। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই প্রজাতির কাঁকড়া বিছা কিউবায় পাওয়া যায়। এর এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকারও বেশি! আর এ কারণেই এই বিষয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়। এর কাছাকাছি দামের বিষয় থাইল্যাণ্ডের শঙ্খচূড়র সাপের বিষ। যার দাম প্রতি লিটার ৩০ কোটি টাকা। প্রতিবেদন থেকে জানা যায়, এই বিছার বিষে থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়। বিষটিতে পঞ্চাশটিরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কমই এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে। তবে এই বিষের গুণ জানাজানি হতেই চাহিদা ও দাম হু হু করে। এই বিষ থেকে আরও কোনও দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কি না তা নিয়েও গবেষণা চলছে নিরন্তর। আরও পড়ুন : নড়াইলের ঘড়িয়াল ছাড়া হলো রাজশাহীর পদ্মায় ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজের মতে, এই বিষে এমন কিছু যৌগ আছে যেটি প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply