Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সনদধারী বেকার তৈরি করতে চাই না : শিক্ষামন্ত্রী




আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সাবাস বাংলাদেশ’ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘উচ্চশিক্ষা পাওয়া এতো সহজ নয়। আমাদের দেশের যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষায় আছে, পৃথিবীতে খুব কম দেশেই এরকম নজির দেখা যায়। এই উচ্চ শিক্ষিত মানুষদেরকে আমরা নিশ্চয়ই শিক্ষিত ও সনদধারী বেকার হিসেবে তৈরি করতে চাই না।’ আজ শুক্রবার দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সাবাস বাংলাদেশ’ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি শিক্ষার্থীকে শুধু জ্ঞান দান করলাম। পরীক্ষা শেষে সনদ দিয়ে দিলাম, আর সে বেরিয়ে গেল। তারপরে সে উদ্যোক্তা হতে পারল কি না, কর্মসংস্থান করতে পারল কি না, ভালো চাকরি পেল কি না- সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো দায়-দায়িত্ব নেই, তা যেন না হয়।’ ডা. দীপু মনি আরও বলেন, ‘আজকে যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের অনেক চ্যালেঞ্জ আসবে, তা মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। সময় কিন্তু এখনি। আমরা এমন দক্ষ মানবসম্পদ তৈরি করব, যারা এই ভৌগলিকভাবে ছোট আয়তনের দেশকে বিশ্বে প্রতিনিধিত্ব করবে। তারা জ্ঞানে-বিজ্ঞানে ও প্রযুক্তিতে দক্ষ, যোগ্য ও একই সঙ্গে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হবে। তারা সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্বনাগরিক হয়ে উঠবে।’ এর আগে শিক্ষামন্ত্রী দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ শামসুজ্জোহা ও প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ‘জাতির পিতার রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মময় জীবন’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট্য নাট্যজন মলয় ভৌমিক, সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান-উল-ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply