ঢাকা টেস্ট চতুর্থ দিনে খেলা হবে ৮৬ ওভারের
ঢাকা টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৫৭ ওভারের শেষ হয় খেলা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হয় মাত্র ৬ ওভার ২ ওভারে। তৃতীয় দিনে খেলাই হয়নি। এমনকি দুই দলের খেলোয়াড়রা মাঠেই আসেননি।
অবশেষে চতুর্থ দিনে এসে খেলা শুরু হতে যাচ্ছে, তবে সেটা ৫০ মিনিট পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ১০টা ৫০ মিনিট থেকে শুরু হবে খেলা। আজকের দিনে খেলা হবে ৮৬ ওভারের। আউট ফিল্ড ভেজা থাকার কারণেই খেলা শুরু হতে কিছুটা বিলম্ব।
upay
তৃতীয় দিন শেষে ৬৩.২ ওভারে ২ উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ১৮৮ রান। প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)
Tag: English News games
No comments: