Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » Ajaz Patel: অশ্বিন নিলেন আজাজের সাক্ষাৎকার! কিউয়ি স্পিনারকে বিশেষ উপহার বিরাটদের




Ajaz Patel: অশ্বিন নিলেন আজাজের সাক্ষাৎকার! কিউয়ি স্পিনারকে বিশেষ উপহার বিরাটদের আজাজকে সংবর্ধনা জানায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও। নিজস্ব প্রতিবেদন: মুম্বইতে জন্ম হলেও মাত্র আট বছর বয়সে অকল্যান্ডে পাড়ি দিয়েছিল তাঁর পরিবার। ভারতে থাকলে আজাজ প্যাটেল (Azaz Patel) হয়তো এই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেন। নিজের জন্মভূমিতে আজাজের ঝুলি উপচে ভরে দিয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন কিউয়ি স্পিনার। আজাজ বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। দুই প্রবাদপ্রতিম জিম লেকার (JIm Lekar) ও অনিল কুম্বলের (Anil Kumble) তালিকায় নিজের নাম লিখিয়েছেন।

অসাধারণ কৃতিত্বের জন্য আজাজেকে টিম ইন্ডিয়া এক বিশেষ উপহার দেয়। বিরাট কোহলি অ্যান্ড কোং-এর সই করা জার্সি আজাজকে উপহার দেওয়া হয়। সেই জার্সি ভারতের সিনিয়র স্পিনার আর অশ্বিন তুলে দেন আজাজের হাতে। আজাজের ১৪ উইকেটেও তাঁর দলকে ৩৭২ রানেই টেস্ট হারতে হয়েছে। আজাজকে সংবর্ধনা জানায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও (MCA)। এই প্রথম কেউ এই আইকনিক মাঠে ১৪ উইকেট নেওয়ার নজির গড়েছে। ১৯৮০ সালে মুম্বইতে ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ইয়ান বোথাম। সেই টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছিলেন বোথাম। নিয়েছিলেন ৪৮ রানে ৭ উইকেট। এবার ওয়াংখেড়ের বাইশ গজে প্রথম ইনিংসে ১১৯ রানে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়ে ফেলার পর, দ্বিতীয় ইনিংসে আজাজের ঝুলিতে আসে ৪ উইকেট। ফলে বোথামকে টপকে ৪১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আজাজ। ম্যাচের সরকারি স্কোরশিট ফ্রেমে বাঁধিয়ে আজাজকে উপহার দেয় এমসিএ। আজাজ ম্যাচ বলে সই করে সেই বলটি এমসিএ-কে দেন। পাশাপাশি টেস্ট জার্সিটিও উপহার দেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply