Virat Kohli র মিম শেয়ার করে সুকৌশলে বার্তা দিলেন Yuvraj Singh
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) অবদান অনস্বীকার্য। ২০০৭ -এ অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে যুবির এক ওভারে ছয় ছক্কা হাঁকানো আজ চলমান ইতিহাস হয়ে গিয়েছে। সেবার ভারত কুড়ি ওভারের বিশ্বকাপও জেতে। পঞ্জাব পুত্তর নিজের জাত চিনিয়ে ছিলেন। এর চার বছর পর এমএস ধোনির ভারত ৫০ ওভারের বিশ্বকাপও জেতে। টুর্নামেন্টের সেরা হয়েছিলেন যুবরাজ। তিনি এমন একটা ক্রিকেটার যে, ফ্যানরা আজও ভারতীয় দলে তাঁর অভাব অনুভব করেন। একই ভাবে যুবরাজও দেশের জার্সিতেই মজে আছেন। যুবরাজের আলাদাই একটা প্রভাব ছিল দলে।
Tag: English News games
No comments: