সূর্য থেকে দূরে সরছে Pluto; পাতলা হচ্ছে তার বায়ুমণ্ডলও
২০১৮ সাল নাগাদ প্লুটো নিয়ে নতুন করে চর্চা শুরু করেন বিজ্ঞানীরা।
নিজস্ব প্রতিবেদন: ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে প্লুটোকে ঘিরে থাকা বায়ুমণ্ডল। আরও জানা গিয়েছে, সূর্য থেকেও ক্রমাগত দূরে সরছে প্লুটো।
সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, প্লুটোর বায়ুমণ্ডল ক্রমশ বদলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একাধিক স্থান থেকে টেলিস্কোপের মাধ্যমে প্লুটোকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। প্লুটোর অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলও তাঁরা মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করেছেন। প্রসঙ্গত, পৃথিবী থেকে ৪.৮ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে বরফাবৃত এই গ্রহাণুটি।
সাউথ-ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই গবেষণা করেন। ২০১৮ সাল নাগাদ প্লুটো নিয়ে চর্চা শুরু করেন তাঁরা। তাঁরা জানান, সূর্য থেকে প্লুটোর দূরে সরে যাওয়ার সঙ্গেই যোগ আছে প্লুটোর বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যাওয়াও। গবেষণা জানাচ্ছে, ক্রমশ শীতল হচ্ছে প্লুটো। বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন, প্লুটোর বায়ুমণ্ডলের চাপ এবং ঘনত্ব ক্রমশ বাড়ছে। এর পিছনে রয়েছে 'থার্মাল ইনারশিয়া'।
Tag: English News Featured world
No comments: