INDvsNZ: Shreyas Iyer-এর শতরানের পরেও দুই ওপেনারের দাপটে লড়ছে New Zealand
ভারত: ৩৪৫ (শ্রেয়স-১০৫, গিল-৫২, জাদেজা-৫০)
নিউজিল্যান্ড: ১২৯ (উইল ইয়ং-৭৫*, টম ল্যাথাম-৫০*)
নিউজিল্যান্ড ২১৬ রানে পিছিয়ে
দ্বিতীয় দিনের খেলা শেষ
শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শতরানের দাপটে ভারত (Team India) প্রথম ইনিংসে ৩৪৫ রান করলেও, দ্বিতীয় দিনের শেষে দুই ওপেনারের দাপটে লড়াই করছে নিউজিল্যান্ড (New Zealand)। উইল ইয়ং (৭৫*) ও টম ল্যাথাম (৫০*) লড়াইয়ের সৌজন্যে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ১২৯ রান তুলে ফেলেছে কিউইরা। যদিও অজিঙ্কা রাহানের দলের প্রাপ্তি হল টিম ইন্ডিয়া এখনও ২১৬ রানে এগিয়ে আছে। ফলে টেস্টের তৃতীয় দিনের সকালে তাঁর বোলাররা বাইশ গজে আগুন ঝরাতে পারলে ফের কানপুর টেস্টে ফিরতে পারে ভারত।
টেস্টে অভিষেককারী শ্রেয়সের দাপটে ভারত ৩৪৫ রান করে। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দেখিয়ে দিল কানপুরের বাইশ গজে মোটেও জুজু নেই। ইশান্ত শর্মা, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলাররা দাঁত ফোটাতে ব্যর্থ হলেন। বিপক্ষের দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং খুব সহজেই ভারতীয় বোলারদের সামলালেন। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে ১২৯। ল্যাথাম ৫০ রানে এবং ইয়ং ৭৫ রানে অপরাজিত থেকে যান।
Tag: English News games world
No comments: