IND v NZ: কানপুরের ২২ গজে বিধ্বংসী সাউদি, ৩৪৫ রানে শেষ ভারতের প্রথম ইনিংস
ভারত: ৩৪৫/১০ (গিল-৫২, শ্রেয়স-১০৫, জাদেজা-৫০, সাউদি-৬৯/৫)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার, শুভমন গিল, রবীন্দ্র জাদেজাদের চওড়া ব্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতীয় দলের রথের চাকা জোর গতি ছুটেছিল। তবে সহজে হার মানার পাত্র নয় টেস্ট বিশ্বজয়ী দলও। সেই দলের পেসার টিম সাউদির বিধ্বংসী স্পেলে প্রথম সেসনের পরই শেষ হল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। তবে স্কোরবোর্ডে ৩৪৫ রান নেহাত মন্দ নয়।
Tag: English News games world
No comments: