Diego Maradona: ফুটবল রাজপুত্রের মৃত্যুবার্ষিকীতে আবেগতাড়িত Lionel Messi
এখনও মারাদোনায় মজে রয়েছেন মেসি।
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। দিয়েগো মারাদোনা (Diego Maradona) নেই। তবে ফুটবলর রাজপুত্রকে নিয়ে উন্মাদনা এতটুকু কমেনি। সবার মতো এখনও মারাদোনাতে মজে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তাই তো মারাদোনার প্রয়াণদিবসে তাঁকে নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন মেসি।
ফুটবল জীবনের শুরু থেকে এখনও পর্যন্ত মারাদোনার সঙ্গে মেসির তুলনা করা হয়। সেই মারাদোনার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন মেসি। প্রয়াত মারাদোনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রাক্তন ক্লাব বার্সেলোনার হয়ে গোল করার পর দেখিয়েছিলেন নিউওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। যে জার্সি গায়ে চাপিয়ে ছোটবেলায় মাঠে নামতেন মারাদোনা। একই ক্লাবে অবশ্য ছোটবেলায় খেলতেন মেসি।
Tag: English News games world
No comments: