আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণা
গ্রেপ্তার হওয়া রুমা আক্তার। ছবি : সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে রুমা আক্তার (৩২) ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারী আইজিপির স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর দুপুর পৌনে ১২টায় একটি মোবাইল ফোন থেকে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইলে ফোন করেন। তিনি একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে বলেন এবং এসএমএস করে প্রার্থীর তথ্য পাঠান। বিষয়টি প্রতারণা প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারীর অবস্থান শনাক্ত করে।
পরে পুলিশ ১১ নভেম্বর রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রতারক রুমা আক্তার ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রুমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামে। তিনি ঢাকার সাভার উপজেলার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করতেন।
এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের প্রতারণার কৌশল না নেওয়া এবং প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে
Tag: English News politics
No comments: