Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সোমালিয়ায় স্কুলের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৮




সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আট বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই হামলায় আহতদের মধ্যে ১৩টি শিশুও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। মোগাদিসুর হোদান জেলায় দুটি স্কুল ও সাবেক প্রেসিডেন্ট আবদি কাসিম হাসসানের বাসভবনের কাছে বিস্ফোরণটি ঘটেছে। সোমালি জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, জাতিসংঘের কর্মীদের পাহারা দেওয়া একটি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলাটি হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী প্রায়ই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। এতে ডজনের পর ডজন মানুষ হতাহত হচ্ছেন। দফায় দফায় এই বোমা হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবকে দায়ী করা হচ্ছে। এর আগে এই সংগঠনটি বহু হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। মার্চের শুরুতে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ত্রিশের বেশি লোক আহত হয়েছেন। বন্দরের কাছের জনপ্রিয় লুল ইয়েমেনি ফটকে বিস্ফোরণটি ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। এ বছরের মধ্যে অন্তত দুবার ফটকটিতে হামলার ঘটনা ঘটেনি। এর আগে সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ রুর গালাল এক বিস্ফোরণে নিহত হয়েছেন। আফ্রিকান ইউনিয়নের বাহিনীর সহায়তায় স্থানীয় সামরিক বাহিনী ২০১১ সালে আল-শাবাবকে মোগাদিসু থেকে উৎখাত করেছিল। কিন্তু তারা শহরটিতে হামলা অব্যাহত রেখেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply