সৌদি জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত
সৌদি জোটের বিমান হামলায় ১৮৬ হুথি নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) ইয়েমেনের সিরওয়াহ ও আল-বায়দায় এ হামলা চালায় জোটটি। উভয় এলাকাই ইয়েমেনের মারিব প্রদেশে অবস্থিত।
সৌদি জোটের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, এ বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৪২টি বিমান হামলা চালানো হয় বলেও জানায় জোটটি।
upay
২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ।
Tag: English News world
No comments: