চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া কারখানার ভেতরে কোনো মানুষ আটকে আছে কি না তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।
আরও পড়ুন: হঠাৎ তছনছ ৪০ পরিবারের সুখের সংসার
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কারখানায় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
আগুন তীব্রতা বেশি থাকায় পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জানা গেছে, রাসায়নিকের এ কারখানাতে বিপুল পরিমাণ দাহ্যপদার্থ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
Tag: English News lid news national
No comments: