শেষ ওভারেও ছক্কা মেরে জিতল পাকিস্তান
আগের ওভারে মোস্তাফিজ খাটো লেংথে বল করে ছক্কা হজম করেন। বলে গতি না থাকায় মারতে সুবিধা হয়েছে শাদাবের। ১৯তম ওভারে শরীফুলও সেই একই ভুল করলেন। খাটো লেংথে বল করায় নওয়াজ হাঁকালেন দুটি ছক্কা। শরীফুলও এই ওভারে ১৫ রান দিলেন। শেষ ওভারে জয়ের জন্য ২ রান চাই পাকিস্তানের।
নিজের কোটার শেষ ওভারটি ভালো করতে পারলেন না মোস্তাফিজুর রহমান। ১৮তম ওভারটি ছিল গুরুত্বপূর্ণ। ডেথ ওভারে মোস্তাফিজ সেরা বলেই তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম বলটাই বাজে লাইনে করায় চার তুলে নেন শাদাব। এক বল পর আরও বাজে ডেলিভারিতে ছক্কা! শেষ বলেও চার!
মোট ১৫ রান দিয়ে পাকিস্তানের ওপর চেপে বসা চাপ আলগা করে দিলেন মোস্তাফিজ। ১৮ ওভার শেষে পাকিস্তান ৬ উইকেটে ১১১। ১২ বলে দরকার ১৭ রান।
৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
Tag: English News games lid news world
No comments: