মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫
মেক্সিকোর উত্তর-মধ্য অঞ্চলে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়েছে।
এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরসহ পাঁচজন নিহত ও আট মাস বয়সী এক শিশুর আহত হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার অপাসেও এল গ্রান্ডি শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে মাদকচক্রকারীদের মধ্যে সংঘর্ষ চলেছিল।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত!
নিহত তিন নারী, এক পুরুষ ও ছেলেটি একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। সেখানে মাদকচক্রকারীদের লেখা একটা চিঠি পাওয়া গেছে।
এদিকে সিলাও শহরেও একটি বাড়িতে তিনজন পুরুষ ও একজন নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাদের বাড়িতে একটি ব্যাগে মাদক পাওয়া গেছে।
সূত্র: এবিসি নিউজ।
Tag: English News Featured world
No comments: