সুবিধাজনক অবস্থায় টাইগাররা
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। আফিফ আর নাইমের ব্যাটিংয়ে ১৩.১ ওভারে ৭৮ রানে ২ উইকেট হারিয়েছে টাইগাররা। এর আগে পাওয়ার প্লেতে এক উইকেট খুয়িয়ে ৩৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণ খেলা শান্তকে বোল্ড করেছেন পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া শাহনেওয়াজ দাহানি।
এদিকে আজও টসে জিতেছে মাহমুদউল্লাহ। টসে জিতে আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান। ফর্মের কারণে বাদ পড়েছেন সাইফ। চোটের কারণে নেই শরিফুল ও মুস্তাফিজ। ফলে দলে ফিরেছেন নাসুম আহমেদ ও শামীম আহমেদ। টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার শহিদুল ইসলামের।
বাজে পারফরমেন্সে নিজেদের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। একটা জয়ের খোঁজে শেষ ম্যাচে উইকেট যেন নিজেদের পক্ষে থাকে এমন কিছুর চেষ্টা মাঠকর্মীদেরও। বছরের শেষ টি-টোয়েন্টিতে জয় পেলে যে মান বাঁচবে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও।
অন্যদিকে, সিরিজ জিতে স্বস্তিতে পাকিস্তান। শেষ ম্যাচে সাইডবেঞ্চের দুই-একজনকে বাজিয়ে দেখতে পারেন কোচ সাকলাইন মোশতাক। হোয়াইটওয়াশেই চোখ পাকিস্তানের। এদিকে, মাঠে দর্শক প্রবেশের অনাকাঙ্ক্ষিত ঘটনায়, দু'দলের খেলোয়াড়দের ম্যাচের আগে করানো হয়েছে করোনা টেস্ট। যেখানে খুশির খবর সবারই এসেছে করোনা নেগেটিভ।
Tag: English News games lid news
No comments: