Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ৭০০ গ্রাম ওজন থেকে বেড়ে উঠা শিশু ডিলেটার গল্প




ইতালিতে জন্ম নেয়া শিশু ডিলেটা মাত্র ২৩ সপ্তাহ ছিল মায়ের গর্ভে। এত কম সময়ে জন্ম নিয়ে বেঁচে থাকা সহজ নয়। ৭০০ গ্রাম ওজন থেকে বেড়ে উঠা শিশু ডিলেটার গল্প শিশু চিকিৎসায় অনন্য একটি দেশ ইতালি। এখান শিশু মৃত্যু হার এত কম, যা উল্লেখ করার মতো নয়। শিশুটির নাম ‘ডিলেটা’। ২০১৫ সালে ইতালির বিখ্যাত পাদোভা হাসপাতালে জন্মগ্রহণ করে সে। জন্মের সময়, মায়ের গর্ভে তার আসার সময় ছিল ২৩ সপ্তাহ। সাধারণত ২৯ সপ্তাহ আগে জন্মগ্রহণ করলে জটিল হয় শিশুকে বাঁচিয়ে রাখতে। মা লুইসা তখন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অনেকগুলো জটিল সমস্যার জন্য হাসপাতালের ডাক্তার বাবা মাসিমোর নিকট তার স্ত্রীর জীবন বাঁচাতে কঠিন সিদ্ধান্তের কথা জানান। একমাত্র পথ ছিল ছোট্ট ব্রুনটি মায়ের পেট থেকে বাহিরে নিয়ে আসা। পাদোভা হাসপাতালের মেডিকেল বোর্ড মা লুইসার জীবনের জন্য ৬৫ শতাংশ এবং ছোট ব্রুন শিশু ডিলেটার বেঁচে থাকার আশা করেছিলেন দশ শতাংশ। ২০১৫ সালের ১৮ নভেম্বর শিশু ডিলেটার জন্ম হয় হাসপাতালে। আরও পড়ুন: ইতালির জাদুকরী ৫ বিখ্যাত ক্রিসমাস মার্কেট আধুনিক ও অকল্পনীয় প্রোটেকশনসহ প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন ডাক্তাররা। যেদিন ডিলেটা জন্ম হয়, তার ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। চিকিৎসা বিজ্ঞানের অনেক জটিল কিছু সমস্যার সমাধান করে শিশুটি পনের সপ্তাহ পর্যন্ত বিশেষ গ্লাসের কোটার অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। আজ শিশু ডিলেটার ৬ বছর পূর্ন হলো। হাসপাতাল থেকে ফোন করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তাররা। ভেনিস প্রদেশের প্রেসিডেন্ট লুকা জায়াসহ অসংখ্য শুভানুধ্যায়ীদের ভালোবাসায় পূর্ণ ডিলেটার জন্মদিন। দৃঢ় সংকল্প ও বেঁচে থাকার ইচ্ছায় ৬ বছর বয়সী ডিলেটা আজ হাসি এবং বিশুদ্ধ জীবনীশক্তিতে পূর্ণ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply