চার দিন নাচলেই সামান্থা পাবেন ২ কোটি টাকা!
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। ছবি : সংগৃহীত
বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই খবর বেশ কয়েক দিন আগের।
নতুন খবর হচ্ছে, আল্লু অর্জুনের ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’ সিনেমার একটি আইটেম গানে কোমর দোলাবেন সামান্থা। আর সেই গানের শুট হবে মাত্র চার দিন, হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটির বিশেষ সেটে।
সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের খবর, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পাওয়ায় পারিশ্রমিক বৃদ্ধি করেছেন এই দক্ষিণী ডিভা।
No comments: