বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো ফ্রান্স-বেলজিয়াম
এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে কিলিয়ান এমবাপের চার গোলে কাজাখস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে লেস ব্লুজরা।
পার্ক দে প্রিন্সে খেলার ছয় মিনিটে গোল উৎসবের সূচনা করেন এমবাপে। পরে হ্যাটট্রিক পূরণসহ করেন চার গোল। জোড়া গোল করেছেন করিম বেনজিমা।
upay
এছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন আতোয়ান গ্রিজম্যান ও আদ্রিয়েন র্যাবিয়ত। এদিকে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বেলজিয়ামও।
রেড ডেভিলদের পক্ষে গোল তিনটি করেন- ক্রিশ্চিয়ান বেনতেকে, ইয়ানিক কারাস্কো ও থোরগান হ্যাজার্দ।
এস্তোনিয়ার পক্ষে একগোল শোধ দেন সোরগা। আর মন্টিনেগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র’তে, গ্রুপ জি’র সমীকরণ শেষ দিনে নিয়ে গেছে নেদারল্যান্ডস।
Tag: English News games world
No comments: