রোমের ক্লোসিয়ামে অবৈধ প্রবেশ, ২ আমেরিকানকে জরিমানা
ইতালির রাজধানী রোমের বিখ্যাত ক্লোসিয়ামে অবৈধভাবে প্রবেশ ও বিয়ার পানের অভিযোগে এক আমেরিকান যুগলকে ৮০০ ইউরো জরিমানা করা হয়েছে। এ অর্থ বাংলাদেশের ৮০ হাজার টাকার সমপরিমাণ।
তিন হাজার বছরের পুরনো ভুবন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনায় ঠাসা ইতালির রাজধানী রোম। সেন্ট্রাল রোম অন্য শহরগুলোর মতো নয়; এটি সম্পূর্ণ যাদুঘরের মতো।
রোমের প্রাচীন সৌন্দর্য বিশ্বের লাখ লাখ পর্যটকের কাছে স্বপ্নের মতো। শহরের সমস্ত ঐতিহাসিক স্থানগুলোতে বিশেষ নিয়মনীতির মেনে চলা, সূক্ষ্মতা ও সচেতনতা অবলম্বন করতে হয়।
কারণ এসব বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষণাবেক্ষণে নির্দিষ্ট আইন রয়েছে। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক মার্কিন যুগল রোমের প্রাচীন ক্লোসিয়ামের মধ্যে অ্যাম্ফিথিয়েটারে বিয়ার পানের চেষ্টা করেন।
এটি এক পথচারী দেখে ফেলেন এবং হটলাইনে ১১২-তে পুলিশকে ফোন করেন। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ক্লোসিয়ামের নির্দিষ্ট স্থানে পৌঁছান।
আরও পড়ুন: ২০২১ ইতালির সাফল্যের বছর
ধরা পড়ে যাওয়ার পর দুই আমেরিকান প্রথমে পুলিশকে বিভ্রান্ত করতে চেষ্টা করেন। তারা বিভিন্ন ব্যাখ্যা দেন, যা বিশ্বাসযোগ্য ছিল না। শেষ পর্যন্ত পর্যটকদের ৮০০ ইউরো জরিমানা করা হয়েছে।
এর আগে গত বছর এক রাশিয়ান পর্যটক ক্লোসিয়ামে প্রবেশ করে নিজের নাম খোদাই করতে চেষ্টা করেন। পুলিশ তাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখে ধরে ফেলেন। পরে তাকে ২০ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় বিশ লাখ টাকা জরিমানা গুণতে হয়।
Tag: English News world
No comments: