মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে সেলিম রেজা চেয়ারম্যান র্নির্বাচিত
হয়েছেন। রবিবার অনুষ্ঠিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান র্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইদ্রিস আলী নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটদান করবো চলে। কুতুবপুর ইউনিয়নের মোট ৩৪ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২৮ হাজার ৫৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭৩০ টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ১৬ হাজার ৫৭৪ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এদিকে শাড়ি নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৭২৮ ভোট পান। ভোট প্রদানের শতকরা হার ৮৪%৬৯ ভাগ।
Tag: others Zilla News
No comments: