Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ




দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামান (নৌকা) ,স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম(আনারস) এবং রেজাউল ইসলাম(ঘোড়া) প্রতীক পেয়েছেন। এদিকে বুড়িপোতা ইউনিয়নে সদস্যপদে ১ওয়ার্ডে আল মঞ্জুর রহমান(ফুটবল) , ইসরাফিল শেখ(বৈদ্যুতিক পাখা) ,নজরুল ইসলাম(মোরগ) , মিলন হোসেন (টিউবওয়েল) , মফিজুল ইসলাম( তালা)। ২ নম্বর ওয়ার্ডে সানোয়ার হোসেন (টিউবওয়েল) ,আসেদ আলী (ফুটবল), সার্থক আলী (মোরগ) ,সেলিম রেজা(ঘুড়ি) । ৩ নম্বর ওয়ার্ডে শরিফ উদ্দিন (ফুটবল) , হোসাইন মিয়া (মোরগ) ,জাহাঙ্গীর হোসেন (টিউবওয়েল) । ৪ নং ওয়ার্ড হাসানুর রহমান (মোরগ), এসএম শাহজাহান শান্ত (টিউবওয়েল),ইমাদুল হক (তালা), সোহেল রশীদ (ভ্যান গাড়ি) ,আহসান হাবীব(ফুটবল) । ৫ নাম্বার ওয়ার্ড আলমগীর হোসেন লালটু (ফুটবল) ,মহিদুল ইসলাম (মোরগ)। ৬ নম্বর ওয়ার্ডে ওয়াসিম মিয়া (টিউবওয়েল) , জহিরুল (মোরগ), চন্চল (ফুটবল) ,মিনারুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) । ৭ নং ওয়ার্ডে আবুল হায়াত (ফুটবল) ,আনিসুর রহমান(বৈদ্যুতিক পাখা) , মোশারফ হোসেন (মোরগ) ,ইসমাইল হোসেন (ভ্যান গাড়ি), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল) ,মফিজুল ইসলাম (তালা) । ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (মোরগ), এইচ এম আলমগীর (টিউবওয়েল),মুনসুর আলী(ফুটবল) । ৯ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন(মোরগ) , রেজাউল হক(ভ্যান গাড়ি) ,রুস্তম আলী(ফুটবল) , উছাহেদ আলী(তালা) , জাকিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শফিউল ইসলাম(টিউবওয়েল) প্রতীক লাভ করেছেন। সংরক্ষিত ১,২,৩ রুপালি খাতুন (বক) , তহমিনা খাতুন (সূর্যমুখী ফুল),মমতাজ খাতুন (মাইক), হাজেরা খাতুন (তালগাছ)৪,৫,৬ অর্জুনা খাতুন (তালগাছ) ,রাবেয়া খাতুন(বক) , আসমান তারা (মাইক)। ৭,৮,৯ নং ওয়ার্ডে বুলবুলি খাতুন (বক) , কদবানু খাতুন (তালগাছ), হাজেরা খাতুন (মাইক) প্রতীক পেয়েছেন ।






«
Next
দেশ গড়তে প্রধানমন্ত্রী একজন আর্কিটেক্ট : আইনমন্ত্রী
»
Previous
কোভিড-এ প্রাণ গেল আরও ৫ জনের
Pages 21123456 »

No comments:

Leave a Reply