৬ দেশ থেকে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ভারত, পাকিস্তানসহ ছয়টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
তবে প্রবেশের পর নাগরিকদের সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইনে থাকতে হবে পাঁচদিন। এর আগে, গেল ফেব্রুয়ারিতে কোভিডের কারণে বিশ্বের ২০টি দেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।
করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের ২০টি দেশের নাগরিকদের ওপর সরাসরি সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় এর মধ্যে বৃহস্পতিবার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
আরও পড়ুনঃ ইতালির-জীবনযাত্রা-যুক্তরাষ্ট্র-ও-যুক্তরাজ্যের-চেয়ে-ব্যয়বহুল
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণ ডোজ টিকা নেয়া নাগরিকদের জন্য সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী এক ডিসেম্বর থেকে।
এর ফলে আগের নিষেধাজ্ঞা অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে, তাদের অন্য কোনো দেশে গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বাতিল হবে।
নাগরিক ছাড়াও যেসব পর্যটক ওই ২০ দেশে ট্রানজিট সুবিধা পেতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যকতাও বাতিল হবে।তবে দেশটিতে প্রবেশের পর সৌদি সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে নাগরিকদের পাঁচদিন কাটানো বাধ্যতামূলক করা হয়েছে।
Tag: English News world
No comments: