খেলাপি ঋণ আবারও ১ লাখ কোটি টাকা ছাড়াল
চলতি বছরের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আবারও ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৬৮ কোটি টাকা দাঁড়িয়েছে। এটি গত বছরের সেপ্টেম্বরে ৯৮ হাজার ৪৪০ কোটি টাকা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণসংক্রান্ত হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ১ লাখ এক হাজার ১৫০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। এটি মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ। ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। সেক্ষেত্রে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা।
আরও পড়ুন: ড্যানিশ ফুডসের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা
এদিকে করোনা অতিমারির কারণে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় গত বছর ঋণে টাকা না পরিশোধ করলেও গ্রহীতাদের খেলাপী দেখায়নি ব্যাংক। এ সুযোগ শুধুমাত্র চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ঋণ পরিশোধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Tag: English News politics
No comments: