শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইতালিতে ৫ মাসেই বুস্টার ডোজ!




ইতালিতে বুস্টার ডোজ টিকা গ্রহণের জন্য সবশেষ টিকা গ্রহণের দিন থেকে সময়ের ব্যবধান ছয় মাস থেকে কমিয়ে পাঁচ মাস করা হয়েছে। ইতোমধ্যে ইতালিতে শুরু হয়েছে তৃতীয় বা বুস্টার ডোজ টিকা। গত সোমবার (২২শে নভেম্বর) থেকে ৪০ উর্ধ্বো বয়স্কদের জন্য বুস্টার ডোজ টিকা চালু করেছে সরকার। এরও পূর্বে বুস্টার ডোজ টিকা চালু আছে ৬০ উর্ধ্বো বয়স্কদের জন্য। প্রথমে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও সেবা ক্ষেত্রে সামনের সারিতে যারা রয়েছেন, তাদের জন্য দেওয়া হচ্ছে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা। এরআগে, টিকা গ্রহণের দিন থেকে পরবর্তী ছয়মাস পর বুস্টার ডোজ টিকা গ্রহণের দিন ধার্য করেছিল ইতালি সরকার। তবে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইতালির গণমাধ্যম জানায়, বুস্টার ডোজ টিকা গ্রহণের জন্য পাঁচ মাস নির্ধারণ করে সরকার। আরও পড়ুন: প্রেসিডেন্টের গাড়ি আটকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল তুর্কি পুলিশ এখন যারা ২৪শে জুনের আগে শেষ টিকার ডোজ নিয়েছিলেন, তারা এখন থেকে গ্রহণ করতে পারেন তৃতীয় বা বুস্টার ডোজ টিকা। পূর্বে সবশেষ টিকার দিন থেকে, বুস্টার ডোজের পার্থক্য প্রয়োজন ছিলো ১৮০ দিন, আর বর্তমানে তা কমিয়ে ১৫০ দিন বা পাঁচ মাস নির্ধারণ করা হয়েছে। সব ধরনের টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। এক সমীক্ষায় দেখা গেছে, মুখের মাস্ক ব্যবহারে কোভিড-১৯ এর সংক্রমণ শতকরা ৫৩ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। সুতরাং টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।






«
Next
লাখো বাতির সজ্জায় ডেনমার্কের টিভোলি
»
Previous
প্রেসিডেন্টের গাড়ি আটকে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল তুর্কি পুলিশ
Pages 22123456 »

No comments:

Leave a Reply